কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতে তাইজুলের ৮ উইকেট

এবার বল হাতেও ঝলক দেখালো ভারত সফরে থাকা বিসিবি একাদশ। বিদর্ভ এসোসিয়েশনের বিপক্ষে বল হাতে ছয় উইকেট নিলেন তাইজুল ইসলাম। ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলামরা। যার বদৌলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ পেয়েছিল ৫০০ রানের বড় সংগ্রহ। পরের কাজটা ছিলো বোলারদের, যেটি বেশ ভালোভাবেই করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বিদর্ভ অ্যাসোসিয়েশনের ১০টি উইকেটের আটটিই নিয়েছেন তাইজুল, তার জন্যই প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড পেয়েছে বিসিবি একাদশ। দিন শেষে সেটা বাড়িয়ে নিয়েছে ১৮৯ রানে, শেষ দিনে জয়ের আশা এখনো ভালোমতো আছে মুমিনুলদের।একটা উইকেট কালই নিয়েছিলেন তাইজুল, ১১৪ রানে বিচ্ছিন্ন করেন ওপেনিং জুটি। আজ সকালে প্রথম আঘাতটা হেনেছেন তাসকিন আহমেদ, ৬২ আন করা আকষায় কোলহারকে এলবিু করেছেন। এরপর অথর্ভ দেশপান্ডে ও টাইডে আরও বেশ কিছুক্ষণ হতাশ করেছেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত জুটিটা ভেঙেছেন তাইজুল, টাইডেকে সাইফ হাসানের ক্যাচ বানিয়ে। গনেশ সতীশকেও ফিরিয়ে দিয়েছেন ওই ওভারেই। দেশপান্ডে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন,  কিন্তু ৯১ রানে এলবি তাইজুলের বলে। ৫ উইকেটে ২৮১ রান হারানোর পর বিদর্ভের ছোট্ট ধসের শুরুও সেখানে। এক ওভার পর যশ রাঠোরকে ফিরিয়েছেন তাইজুল, মাত্র ১ রানের মধ্যে। হয়ে গেছে ৫ উইকেটও। এরপর টেল এন্ডারদের মধ্যে দর্শন নালকান্ডে ছাড়া বাকি সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। আকষায় ওয়াদকার ও আদিত্য সারভাতেকে তুলে নিয়েছেন তাইজুল, হয়ে গেছে সাত উইকেট। শুধু রাজম্নজিশ গুরবানিকে আউট করেছেন আরিফুল হক, এরপর সৌরভ দুবেকে আউট করে তাইজুল পেয়েছেন অষ্টম উইকেট। ৭২ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়েছে বিদর্ভ, অলআউট হয়ে গেছে ৩৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে জহুরুল ইসলাম ও সাইফ হাসান যোগ করেছিলেন ৪১ রান। এরপর সৌরভের বলে ২৫ রান করে বোল্ড হয়ে গেছেন জহুরুল। সাইফ ও অধিনায়ক মুমিনুল হক অপরাজিত আছেন। তৃতীয় দিনের খেলা শেষে বিসিবি একাদশের লিড ১৮৯ রানে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন