You have reached your daily news limit

Please log in to continue


ফরম্যাট নিয়ে প্রশ্ন গাঙ্গুলীরও

একদিনের বাজে পারফরম্যান্সে আসর জুড়ে ভালো ক্রিকেট খেলা দলের বিদায়? ভারতের হারের পর বিশ্বকাপের এই ফরম্যাট নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গাঙ্গুলীও। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বলেন, ‘কিছু একটা ভাবা দরকার। আইপিএলের প্রক্রিয়াটা বেশ ভালো। প্রথম দুই দল দুটি করে সুযোগ পায়। একটা বাজে দিন এভাবে ভালো খেলা একটি দলকে টুর্নামেন্ট থেকে বিদায় দিতে পারে না।’ভারতকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে তোলা ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, ‘কোহালিরা ভালো খেলেছে। গোটা টুর্নামেন্টে ভালো খেলে এক দিনের খারাপ ক্রিকেটে বিদায় নেয়াটা খুব দুর্ভাগ্যজনক। সত্যিই হতাশজনক।’ এদিকে বিশ্বকাপের আগেই ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশন নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষ কাউকে না পাওয়ায় কখনো বিজয় শঙ্কর, কখনো লোকেশ রাহুল, কখনো বা ঋষভ পান্তকে তারা এই জায়গায় খেলিয়েছে। এ নিয়ে সৌরভ বলেন, ‘এটা ঠিক করে ফেলা উচিত ছিল আগেই। যার কথাই ভাবি না কেন, তাকে এক বছর ধরে খেলিয়ে তৈরি করা উচিত ছিল বিশ্বকাপের জন্য। ভেবেছিলাম লর্ডসে ফাইনাল খেলবো। কী যে হয়ে গেল!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন