বিশ্বজুড়ে সমালোচনার শিকার সৌদি আরবের কনসার্টটি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন র্যাপার নিকি মিনাজ। নানা ইস্যুতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন। নিকি মিনাজ সাধারণত ব্যাপক খোলামেলা পোশাকে পারফর্ম করে থাকেন। এবারের কনসার্টেও সেরকম পারফরমেন্সের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু অবশেষে নিজেই বাতিল করলেন কনসার্ট। নিকি তার বিবৃতিতে বলেন, সৌদি আরবের জেদ্দায় বিশ্ব ফেস্টে যাচ্ছি না আমি। আমি শুধু সৌদি আরবে আমার ভক্তদের জন্য যেতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ওখানে গান করার চেয়ে নারীদের অধিকার, এলজিবিটি সম্প্রদায় ও বাক স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়া উচিত আমার। সেজন্য কনসার্টটি থেকে সরে এসেছি। জানা গেছে, সৌদি আরবে কনসার্ট বাতিল করতে নিকি মিনাজকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। তার পরেই নিকি মিনাজের কনসার্ট বাতিলের ঘোষণা আসলো। এদিকে হজের মৌসুমে সৌদি আরবে হঠাৎ করে কেন এমন কনসার্ট আয়োজন করা হলো সে নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.