বিশ্বকাপে কেমন খেললেন অধিনায়করা?
শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। আগামীকাল থেকে শুরু হবে সেমির লড়াই। বিশ্বকাপে খেলেছে ১০ দল। প্রথম পর্বের শেষে বিদায় নিয়েছে ৬ দল। আর ৪ দল হাতে পেয়েছে সেমির টিকিট। প্রথম সেমিতে আগামীকাল মুখোমুখি হবে ভারত - নিউজিল্যান্ড। আর ১১ই জুলাই লড়বে অস্ট্রেলিয়া - ইংল্যান্ড। বিশ্বকাপে ১০ দলের ১০ জন অধিনায়ক কেমন খেললেন? দেখা নেয়া যাক তাদের পারফরম্যান্স।বিরাট কোহলি, ভারতপয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৮ ইনিংস খেলে করেছেন ৪৪২ রান। তার সর্বোচ্চ রান ৮২। আর ব্যাটিং গড় ৬৩.১৪।অ্যারণ ফিঞ্চ, অস্ট্রেলিয়াপয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অি দের অধিনায়ক ৯ ইনিংস খেলে করেছেন ৫০৭ রান। গড় ৫৬.৩৩। আর সর্বোচ্চ রান ১৫৩।ইয়ন মরগান, ইংল্যান্ডস্বাগতিক দলের অধিনায়ক ৯ ইনিংসে করেছেন ৩১৭ রান। সর্বোচ্চ ১৪৮ রান আর ব্যাটিং গড় ৩৯.৬৩।কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডচতুর্থ অবস্থানে নিউজিল্যান্ড। কিউই অধিনায়কের ৭ ইনিংসে আসে ৭৮১ রান। ৯৬.২০ ব্যাটিং গড়। পাশাপাশি হাত ঘুরিয়ে বাগিয়েছেন ২ উইকেট।সরফরাজ আহমেদ, পাকিস্তানপয়েন্ট টেবিলের ৫ নম্বর অবস্থানে পাকিস্তান। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৮ ম্যাচ ব্যাট চালিয়ে করেন ১৪৩ রান। সর্বোচ্চ ৫৫ আর গড় ২৮.৬০।দিমুথ করুণারত্নে, শ্রীলঙ্কাপয়েন্ট টেবিলের ৬’এ অবস্থান লঙ্কানদের। তাদের দলপতি দিমুথ করুণারত্নে ৭ ইনিংসে করেন ২২২ রান। সর্বোচ্চ ৯৭ রান। আর ব্যাটিং গড় ৩৭।ফাফ ডু প্লেসি, দক্ষিণ আফ্রিকাপ্রোটিয়ারা বিশ্বকাপ মিশন শেষ করে৭ নম্বরে থেকে। আর প্রোটিয়া কাপ্তান ৮ ইনিংস খেলে করেন ৩৮৭ রান। সর্বোচ্চ রান ১০০। আর ব্যাটিং গড় তার ৬৪.৫০।মাশরাফি বিন মোর্ত্তজা, বাংলাদেশটাইগাররা বিশ্বকাপে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করে। আর বাংলাদেশের অধিনায়ক ৮ ইনিংস বল করে উইকেট নেন মাত্র ১টি। আর রান করেন মাত্র ৩৪।জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজক্যারিবীয়রা পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ৯ ইনিংসে করেছেন ১৭০ রানের পাশাপাশি পকেটে পুরেছেন ৮ উইকেট।গুলবাদিন নাইব, আফগানিস্তানপয়েন্ট টেবিলের তলানীর দল নবাগত আফগানিস্তান। আফগান অধিনায়ক নাইব ৯ ইনিংস খেলে করেছেন ১৯৪ রান। আর উইকেট নিয়েছেন ৯টি।