কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজনগরে ভোক্তা অধিকারের অভিযান ফার্মেসি সিলগালা

মৌলভীবাজারের রাজনগরে একটি ফার্মেসিকে সাময়িক সিলগালা করা হয়েছে। মালিক পক্ষকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এ ছাড়া আরো দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার টেংরা বাজারে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় উপজেলার টেংরা বাজারের সবুজ মেডিকেল হল নামের ফার্মেসির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় দেখা যায় লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। ওই ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা হয়েছে। এ ছাড়া ফার্মাসিস্ট থাকার কথা থাকলেও ফার্মাসিস্টের কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এসব আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে। স্থায়ীভাবে কেন বন্ধ করে দেয়া হবে না জানতে চেয়ে আগামী ৯ই জুলাইয়ের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া আইন লঙ্ঘনের দায়ে এই বাজারের কাকন ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, মৌলভীবাজার কুলাউড়া রোডে অবস্থিত জননী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় রাজনগর থানার এসআই দীপক দাসসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, মেয়াদোত্তীর্ণ ফার্মেসি লাইসেন্সে ব্যবসা ও ফার্মাসিস্টের কাগজপত্র না দেখাতে পারায় সাময়িকভাবে সবুজ মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে বন্ধ করে দেয়া হয়েছে। দোকানের মালিক পক্ষকে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়েছে। এ ছাড়া ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন