![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/07/fec2e9b4a8881817b0628313e2f1be29-5d218af8c2834.jpg?jadewits_media_id=1453329)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শাশ্বত সৌম্যর মূর্ছনা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ১১:৫৬
শাশ্বত সৌম্য। পড়ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তিনি। গানের প্রতি আগ্রহ তাঁর শৈশব থেকেই, বিশেষ করে রবীন্দ্রসংগীতে। তখন থেকেই গান শিখতেন ছায়ানটে। আর তাই হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গানের সঙ্গে সখ্য রয়ে গেছে ঠিকই, গানচর্চার জন্য একটা জুতসই মঞ্চও খুঁজে নিয়েছেন তিনি। যুক্ত হয়েছেন বুয়েটের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন...