You have reached your daily news limit

Please log in to continue


ভিন্নরূপে শাকিব

রোজার ঈদে ‘পাসওয়ার্ড’ ছবির সফলতার পর ঢালিউডের শীর্ষ তারকাখ্যাত শাকিব খানের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ই জুলাই থেকে এফডিসিতে এ ছবির শুটিং শুরু হবে। এসকে ফিল্মস প্রযোজিত ছবিটির  নাম ‘বীর’। এটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াত। ছবির সহ-প্রযোজক হিসেবে থাকছেন মোহাম্মদ ইকবাল। এ ছবিতে কেমন রূপে শাকিব খানকে দর্শকরা দেখতে পাবেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা এখনো কিছু বলেননি। তবে ছবির পরিচালক কাজী হায়াতের কাছে জানতে চাওয়া হলে তিনি মানবজমিনকে বলেন, ‘বীর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। এ ছবিতে তাকে এক প্রতিবাদী যুবকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। এক্ষেত্রে ভিন্নরূপ নিয়েই ঘটবে তার উপস্থিতি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রতিদিন খবরের কাগজ খুললে মাদক, খুন, ধর্ষণসহ যেসব নৃশংস ঘটনার খবর চোখে পড়ে সেসব বিষয় এ ছবির কাহিনীতে থাকবে। ছবির গল্পে শিশু বয়সে মাদকের গড ফাদারকে খুন করে ফেলেন শাকিব খান। এরপর ঘটে নানা ঘটনা। কাজী হায়াত আরো জানান, এফডিসিতে তিনদিন এ ছবির কাজ চলবে। এরপর কোরবানি ঈদের পর ছবির বাকি কাজ শুরু হবে। ছবিটিতে শাকিব খান, সাদেক বাচ্চু, শিশুশিল্পী সুনান ছাড়াও একজন নতুন মুখকে দর্শকরা দেখতে পাবেন। এদিকে বর্তমানে শাকিব খান পরিচালক জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে বুবলী অভিনয় করছেন। ছবিটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন