![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/06/276f57d0232616a7bcfe202030ab2a7a-5d204e3edb65e.jpg?jadewits_media_id=1453110)
গাজীপুরের সেন্ট নিকোলাস চার্চ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ১৩:৩০
বহু বহু বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গির্জাটি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী এলাকায় ১৬৬৩ সালে সেন্ট নিকোলাস চার্চটি স্থাপন করা হয়। আমাদের ইতিহাসের বড় কিছু ঘটনা ঘটেছে এই গির্জাকে কেন্দ্র করে। এখান থেকে কালীগঞ্জের আঞ্চলিক বাংলা ভাষার প্রথম বাইবেল অনূদিত হয়। এমনকি বাংলা ভাষার প্রথম দ্বিভাষিক অভিধান ও প্রথম ছাপা বইও এখান থেকেই প্রকাশিত হয়।