মুক্তিপণ দাবি: রামগতিতে মাদ্রাসাছাত্র অপহরণ
লক্ষ্মীপুরের রামগতিতে সাইফুল ইসলাম ফরহাদ নামের মাদ্রাসাছাত্র ঢাকা থেকে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের কাছ থেকে জানা যায়, আলেকজান্ডার কামিল মাদ্রাসার আলীম ২য় বর্ষের ছাত্র সাইফুল ও তার দুই বন্ধু ২৮শে জুন ঢাকার নারায়ণগঞ্জে যায় আরবি একটি নাটকের বাংলা ডাবিংয়ে অভিনয়ের জন্য। সেখান থেকে ফেরার পথে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সে ও তার দুই বন্ধু বরিশালের সাইফ ও মুন্সীগঞ্জের হেমায়েতসহ অপহরণ হয় বলে তাদের পরিবারের লোকজন দাবি করেন। এরপর অপহরণকারীরা এ তিন বন্ধুর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ তিন পরিবারের লোকজন সন্তানদের পাওয়াার আশায় কিছু টাকা বিকাশ করেও আজ অবধি ৩ বন্ধুর কাউকে ফিরে পায়নি বলে তারা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তিন বন্ধুর কোনো সন্ধান মেলেনি। সাইফুল উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত এলাকার হাফেজ মো. নুর উদ্দিনের ছেলে। সে জামায়াত-শিবির পরিচালিত অনুপম শিল্পী গোষ্ঠীর লক্ষ্মীপুর জেলার চিফ মিডিয়া সম্পাদক। সাইফুলের পিতা নুর উদ্দিন জানান, আমার ছেলে অপহরণের শিকার হয়েছেন। আমার কাছে অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে উদ্ধারের জন্য আমি ঢাকায় বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছি। মামলার প্রস্তুতি চলছে।