পোশাকের ন্যায্যমূল্য দিতে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান

মানবজমিন প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১৯:৩৪

তৈরি পোশাকের আমদানি পর্যায়ে আরো দায়িত্বশীল ক্রয়নীতি অনুসরণে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে পোশাক খাতের সংস্কার এবং কমপ্লায়েন্স শর্ত প্রতিপালন আরো সহজ হবে। ক্রেতা-বিক্রেতা ও উন্নয়ন সহযোগীদের এক আলোচনায় দেশের পক্ষে এ আহ্বান জানিয়েছেন ডেনিম এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন। ক্রয়নীতিতে পরিবর্তনের মাধ্যমে পোশাক খাতের সংস্কারবিষয়ক এ আলোচনা সভা গত বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত হয়। ফ্রিডম ফান্ড নামে একটি আন্তর্জাতিক সংস্থা এ সভার আয়োজন করে। সভায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) দায়িত্বশীল ব্যবসায়িক নীতিমালা বিভাগের উপদেষ্টা জেনিফার সেপার্ট, হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ পরামর্শক অরুণা কাশেপ উপস্থিত ছিলেন। মোস্তাফিজ উদ্দিন বলেন, পশ্চিমা বিশ্বে দায়িত্বশীল ক্রয়নীতিমালা অনুসরণের ব্যাপারে ক্রেতাদের জবাবদিহিতার আওতায় আনার কোনো আইনি কাঠামো নেই। এ সুযোগে ক্রেতারা নৈতিক ক্রয়নীতি অনুসরণ করছেন না। এতে ন্যায্য দরের অভাবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পোশাক খাতের সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। ওইসিডির প্রতিনিধি বলেন, তার সংস্থা অথবা জাতিসংঘের নীতিমালা মেনে চলার পাশাপাশি নিজস্ব উপযুক্ত ক্রয়নীতি অনুসরণ করার ব্যাপারে ব্র্যান্ডগুলোকে নৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে