কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৭ বছরে এনটিভি

মানবজমিন প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০০:০০

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৭ বছরে পা রেখেছে আজ। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩রা জুলাই যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হয়েছে সরাসরি বিশেষ অনুষ্ঠান ‘আজ সকালের গানে’। দেবলীনা সূরের উপস্থাপনা ও জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় এই অনুষ্ঠানে গান গেয়েছেন ফাহমিদা নবী। সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘এক টাকার বউ’। পি এ কাজলের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, রোমানা, সুব্রত, রাজ্জাক, দিঘী প্রমুখ। দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আমাদের টেলিভিশন’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফরোজা সোমা। বিশেষ এই আয়োজনে আলোচনা করতে ষ্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ইশতিয়াক রেজা, নাট্যকার, পরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু এবং অভিনেত্রী সুমাইয়া শিমু।বিকেল ৪টায় থাকছে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘কেক কাটা অনুষ্ঠান’। আয়োজনটি এনটিভির কারওয়ান বাজারস্থ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘শুভসন্ধ্যা’। নূজহাত সাওমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন হুমায়ূন ফরিদ। বিশেষ এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী সাব্বির ও পুতুল। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্র্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কি সুর বাজে আমার প্রাণে’। নীল এইচ জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। এ অনুষ্ঠানে জনপ্রিয় গান পরিবেশন করবেন শিল্পী নোলক ও লিজা। রাত টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘পৃথিবী একবার পায় তারে’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, অপর্ণা ঘোষ, শবনম ফারিয়া, সাবনা খানাল (নেপাল) প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘এই সময়: সতেরো বছরে এনটিভি’। সাইফুল ইসলাম পল্ল¬বের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক জহিরুল আলম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও