‘ইউনিভার্স বস-এর সঙ্গে পপ কুইন
বিশ্বকাপের গ্যালারিতে আলো ছড়িয়েছেন ফুটবল ও বিনোদন জগতের অনেক নামী-দামি তারকা। ভারতকে সমর্থন জানাতে স্টেডিয়ামে ছুটে এসেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। ইংল্যান্ডকে উৎসাহ দিতে মাঠে ছিলেন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেটও। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলছে ওয়েস্ট ইন্ডিজও। তাহলে পপ গায়িকা রিহানা ঘরে চুপ করে বসে থাকেন কী করে? তাই তো দর্শক রূপে চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে হাজির হন সংগীত জগতের এ তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবিয়ানদের ম্যাচ উপভোগ করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সোমবার পুরো ম্যাচ জুড়ে গলা ফাটিয়ে জেসন হোল্ডারদের প্রেরণা যুগিয়ে গেছেন বার্বাডিয়ান এ গায়িকা। যা অন্য তারকাদের করতে দেখা যায়নি। যদিও রিহানার অনুপ্রেরণাটা বিশেষ কাজে দেয়নি উইন্ডিজের। কাছাকাছি গিয়েও লঙ্কানদের কাছে ২৩ রানে হার মানে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।প্রিয় দল হারলেও রিহানাকে বেশ প্রফুল্লই দেখা গেছে। ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে পৌঁছে যান ক্যারিবিয়ানদের ড্রেসিং রুমেও। আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুইটার অ্যাকাউন্টে শোভা পাচ্ছে পপ কুইনের সঙ্গে ‘ইউনিভার্স’ বস ক্রিস গেইলের সাক্ষাতের ভিডিও।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- পপ সংগীত