কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসকনের রথযাত্রায় প্রধান অতিথি নুসরাত জাহান

মানবজমিন প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০০:০০

বিয়ের পর থেকেই সংবাদের শিরোনামে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান। এবারই প্রথম তিনি বসিরহাট থেকে সংসদে নির্বাচিত হয়েছেন। আর বিয়ে করেছেন কলকাতার বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনকে। হিন্দুকে বিয়ে করার পর সিঁদুর ও মঙ্গলসূত্র পরে শপথ নেয়ায় মুসলিম ধর্মগুরুরা তার সমালোচনা করেছেন। এমনকি ফতোয়াও জারি হয়েছে। তবে নুসরাত তার সিদ্ধান্তে অবিচল রয়েছেন। তিনি বলেছেন, সকলকে নিয়ে যে ভারত, আমি তারই প্রতিনিধি। তবে নুসরাতের  ধর্ম নিরপেক্ষতা বার্তার জন্য তাকে রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার করা আন্তর্জাতিক সংস্থা ইসকন। আগামী ৪ঠা জুলাই এই  রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইসকন বসিরহাটের তৃণমূল সাংসদকে রথযাত্রায় অংশ  নেয়ার জন্য যে আমন্ত্রণ পাঠিয়েছে নুসরাত জাহান তা স্বীকারও করেছেন। অবশ্য এর আগেও নুসরাত রথযাত্রায় ইসকনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। জানা গেছে, এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান কলকাতায় ইসকনের তরফ থেকে আয়োজিত রথযাত্রায় উপস্থিত থাকবেন। ৪ঠা জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের দড়ি  টেনে রথযাত্রা শুভারম্ভ করবেন সেদিনের অনুষ্ঠানে নুসরাতের পাশাপাশি তার স্বামী  নিখিল জৈনও উপস্থিত থাকবেন। এই রথযাত্রায় ভারতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে