কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সিলেট ও আসামের অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার এখনই সময়’

মানবজমিন প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০০:০০

সিলেট সফররত ভারতের আসাম সরকারের প্রতিনিধি দলের প্রধান এবং আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশ ও ভারত আমরা একসাথে উন্নতির দিকে এগিয়ে যাবো। আমাদের দুদেশের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, সিলেট ও আসামের অর্থনৈতিক উন্নয়নে এক সঙ্গে কাজ করার এখনই সময়। তিনি গতকাল বৃহস্পতিবার সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন। সিলেট নগরীর দরগাহ্‌ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে সফররত ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. মোহাম্মদ তানভির মনসুর, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, আসামের সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের এডিশনাল চীফ সেক্রেটারী যীষ্ণু বড়ুয়া, সিলেটের কাস্টম্‌স কমিশনার গোলাম মোঃ মুনীর, এফবিসিসিআই’র পরিচালক খন্দকার সিপার আহমদ, নুরজাহান হসপিটালের চেয়ারম্যান ডাঃ নাসিম আহমদ, সিলেট চেম্বারের প্রাক্তন সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, প্রাক্তন পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেটের ট্যুরিজম ও আইটি সেক্টর বিশেষ করে কোম্পানীগঞ্জে ১৬৫ একর জায়গার উপর নির্মাণাধীন সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগের জন্য ভারতীয় বিনিয়োগকারীদের আহবান জানান। তিনি বলেন, তামাবিল শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করা হলেও এর বিপরীতে ভারতীয় স্টেশনকে আধুনিকয়ান করা হয়নি। তিনি ডাউকিতে পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের অনুরোধ জানান। তিনি পারস্পরিক ব্যবসায়ীক অসুবিধাগুলো দূরীকরণে তিনি আসাম সরকারের সুদৃষ্টি কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিনিধিদলের সদস্য আসাম রাজ্যের এমএলএ দিলিপ কুমার পাল, আমিনুল হক লস্কর, জয়রাম এংলেং, দীপক কুমার রাভা, সুমান হারিপ্রিয়া, মৃণাল সাইকিয়া, কুশাল দোয়ারি, দেবানন্দ হাজারিকা ও রানোজ পেগু, আসাম সরকারের কর্মকর্তা অবিনাশ পুরুষত্তম, এস.এস. মীনাক্ষি সুন্দারাম, এম.এস. মানিভান্নান, উমানন্দ ডলে, রুবি শর্মা, ধ্রুবাজ্যোতি দাস, নাজরিন আহমেদ, দেবা কুমার মিশ্রা, রনজিৎ মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী নবনীতা চক্রবর্তী, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ শহিদুল ইসলাম পিএসসি, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ্‌ আলম, জিয়াউল হক, প্রাক্তন পরিচালক আলহাজ্ব কলন্দর আলী, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, মোঃ আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য এডভোকেট মোঃ জুনেল আহমদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, আপীল বোর্ডের সদস্য এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সেক্রেটারী শাহ্‌ দিদার আলম নবেল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও