You have reached your daily news limit

Please log in to continue


অন্য দেশের হয়ে বিশ্বকাপ মাতাচ্ছেন যারা

চলছে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ- ২০১৯। বিশ্বকাপে এমন কিছু খেলোয়াড় আছেন যাদের জন্ম এক দেশে হলেও খেলছেন অন্য দেশের হয়ে।ইমাদ ওয়াসিমপাকিস্তানের বোলিং অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে খেললেও তার জন্ম ইংল্যান্ডে।কলিন ডি গ্রান্ডহোমনিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। জন্ম তার জিম্বাবুয়েতে। এইউন মরগানজন্ম আয়ারল্যান্ডে। খেলেছেন আয়ারল্যান্ডের জার্সিতেও। তবে বর্তমানে তিনি ইংল্যান্ডের অধিনায়ক। জেসন রয়ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়। তার জন্ম দক্ষিণ আফ্রিকায়। পরিবারসহ ১০ বছর বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। ওসমান খাজাঅস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান। অজি দলে প্রথম মুসলমান এই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। বেন স্টোকসইংলিশ এই অলরাউন্ডারের জন্ম নিউজিল্যান্ডে। বাবা ছিলেন নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়। ছোটবেলায় ইংল্যান্ডে পাড়ি দেয়া বেন স্টোকস বিশ্বকাপ খেলছেন দেশটির হয়ে। জোফরা আর্চারস্বাগতিক ইংল্যান্ডের অন্যতম ভরসার নাম জোফরা আর্চার। তার পেস ইতোমধ্যে নজর কেড়েছে ক্রিক্রেট বিশে^র। এই পেসারের জন্ম ওয়েস্ট ইন্ডিজে। ইমরান তাহিরদক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন