আজ বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান। এজবাস্টনে খেলাটি শুরু হবার কথা সাড়ে তিনটায়। তবে মাঠ ভেজা থাকায় হয়নি টস।সেমিতে টিকে থাকতে হলে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। কিউইদের হারাতেই হবে তাদের। অন্যদিকে আজকের ম্যাচটি জিতলেই গাপটিল-উইলিয়ামসনরা চলে যাবেন শেষ চারে। নিউজিল্যান্ড ও পাকিস্তান- দুদলেরই হাতে রয়েছে তিনটি করে ম্যাচ। ছয় ম্যাচ খেলে কিউইদের অর্জন ১১ পয়েন্ট। তারা পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাকিস্তান।এ পর্যন্ত নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ খেলেছে ১০৬টি। এর মধ্যে ৪৮টি জয় পেয়েছে কিউইরা। আর পাকিস্তান জয়ী হয়েছে ৫৪টি ম্যাচে। এছাড়া ১টি টাই, ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপের মঞ্চে এ যাবৎ দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার। এক্ষেত্রেও এগিয়ে পাকিস্তান। তাদের জয় রয়েছে ৬টিতে। আর নিউজিল্যান্ড জয়ী মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.