মাঠ ভেজা থাকায় টস বিলম্ব
আজ বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান। এজবাস্টনে খেলাটি শুরু হবার কথা সাড়ে তিনটায়। তবে মাঠ ভেজা থাকায় হয়নি টস।সেমিতে টিকে থাকতে হলে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। কিউইদের হারাতেই হবে তাদের। অন্যদিকে আজকের ম্যাচটি জিতলেই গাপটিল-উইলিয়ামসনরা চলে যাবেন শেষ চারে। নিউজিল্যান্ড ও পাকিস্তান- দুদলেরই হাতে রয়েছে তিনটি করে ম্যাচ। ছয় ম্যাচ খেলে কিউইদের অর্জন ১১ পয়েন্ট। তারা পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাকিস্তান।এ পর্যন্ত নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ খেলেছে ১০৬টি। এর মধ্যে ৪৮টি জয় পেয়েছে কিউইরা। আর পাকিস্তান জয়ী হয়েছে ৫৪টি ম্যাচে। এছাড়া ১টি টাই, ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপের মঞ্চে এ যাবৎ দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার। এক্ষেত্রেও এগিয়ে পাকিস্তান। তাদের জয় রয়েছে ৬টিতে। আর নিউজিল্যান্ড জয়ী মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে।