![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/11/16/2cded6105e8376cc18c8ba8588b9ebf8-download.jpg?jadewits_media_id=704709)
মর্গের ডিপ ফ্রিজে আর কত দিন?
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ১২:৫১
মৃত্যুর পর পাঁচ বছর পূর্ণ হতে চলছে। এই পাঁচ বছর ধরেই খোকন ওরফে খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরীর লাশ মর্গের ডিপ ফ্রিজেই রয়েছে। দুই ধর্মের দুই স্ত্রী স্বামীর লাশের দাবিদার। আদালত এখন পর্যন্ত সিদ্ধান্ত দেননি—খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী কোন ধর্মের ছিলেন।