সাহসই আরিফের সম্বল
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৯:০২
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একটি পা হারিয়েছেন। এই অবস্থায় স্বাভাবিকভাবে চলাফেরা করাই দুরূহ। এর মধ্যেই রোজগারে নামেন তিনি। স্রেফ সাহসের জোরে চলে তাঁর ব্যাটারিচালিত রিকশা। এতে পেটে ভাত জোটে, চলে তাঁর সংসার। তাঁর নাম মো. আরিফ (৩২)।