কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমি চাই ভারত ও পাকিস্তান আমাদের কাছে হেরে যাক -বাঁধন

মানবজমিন প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০০:০০

আমাদের বাংলাদেশ টিমের সব খেলোয়াড় প্রতিটি ম্যাচে তাদের সেরা খেলাটা এবারের ক্রিকেট বিশ্বকাপে উপহার দিচ্ছে। আর সাকিব আল হাসান তো একের পর এক রেকর্ড গড়ছেন। তিনি এবার বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৬ ম্যাচে তার সংগ্রহ ৪৭৬ রান। আর আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে তো আরেকটি রেকর্ড করেছেন তিনি। বিশ্বকাপের এক আসরে ৪০০’র বেশি রান ও ১০ উইকেট নেয়া প্রথম ক্রিকেটারও হয়ে গেছেন সাকিব। তবে মাশরাফিকেও আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার চোখে মাশরাফি শুধু একজন খেলোয়াড় না, তিনি একজন ভালো মনের মানুষ। অধিনায়ক হিসেবেও তিনি সফল। মাশরাফি আমার চোখে সেরা খেলোয়াড়। সোমবারের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও খুব একটা স্বস্তিতে থাকার সুযোগ নেই আমাদের। পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করে সেমিফাইনালে উঠতে হবে। আমি চাই ভারত ও পাকিস্তান আমাদের কাছে হেরে যাক। আর এটা অবশ্যই সম্ভব। সাকিব, সাইফ, মাশরাফি, মোস্তাফিজুরের মতো ভালো বোলার আছে আমাদের। আর ব্যাটিং লাইনেও আছে বেশ ভালো কয়েকজন ব্যাটসম্যান। তাই ম্যাচগুলো ঠিকভাবে খেললে জয় আমাদের নিশ্চিত। বাকিটা ছেড়ে দিতে চাই ভাগ্যের উপর। তবে আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বিশ্বমিডিয়াও প্রশংসা করছে। এটাও এবারের বিশ্বকাপে আমাদের জন্য একটি বড় পাওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও