কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমবে তাপমাত্রা সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

দৈনিক সিলেট প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ১০:২১

দৈনিকসিলেটডেস্ক: আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে মঙ্গলবার রাত থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনের তাপমাত্রার মধ্যেও সোমবার পঞ্চগড়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে আর বাতাসে আদ্রতা বেড়ে যাবে। এছাড়া বিগত কয়েকদিনে তাপমাত্রা যা ছিল বৃষ্টিপাত হলে তার চেয়ে অনেকটা কম তাপমাত্রা বিরাজ করবে। রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের তাপমাত্রা একটু বেশি থাকবে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৫ জুন) রাত থেকে পঞ্চগড়ে বৃষ্টিপাত শুরু হবে। আগামী বুধবার (২৬ জুন) উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হলেও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতিবার থেকে সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও