কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্রাথওয়েটকে নিয়ে গর্বিত হোল্ডার

শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভার হাতে রেখেই ৫ রানের হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ম্যাচের ৪৮তম ওভারে ২৫ রান তুলে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। শেষের দুই ওভারে তখন প্রয়োজন মাত্র ৮ রান। কিন্তু ৪৯ ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পরেন ট্রেন্ট বোল্টের হাতে। তাতে আর জয় তুলে নিতে পারলোনা ক্যারিবীয়রা। এতে কার্লস ব্রাথওয়েটকে কাঠগড়ায় দাড় করাতেই পারেন ক্রিকেটবোদ্ধারা। তবে এ হারে ব্রাথওয়েটকে দোষ দিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শেষের আগের ওভার পর্যন্ত যেতেই পারতাম না যদি না কার্লোস থাকতো। ওই সময় সে দুর্দান্ত ব্যাটিং করেছিল। একেবারে শেষ পর্যন্ত ম্যাচটায় খুব প্রতিদ্বন্দ্বিতা হলো। তবে আমি ওদের নিয়ে খুবই গর্বিত, বিশেষ করে কার্লোসকে নিয়ে।’আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যটিংয়ে ২৯১ রানে কিউইদের বেঁধে ফেলে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এদিন ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে ১০১ রান। এ হার নিয়ে হোল্ডার বলেন, ‘ এই হারেও ইতিবাচক দিক রয়েছে। আপনারা আমাদের খুটিয়ে খুটিয়ে ভুল ধরতে পারেন। আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েও আর ফিরেছিলাম। আমরার মনে হয় না আপনারা তাদের দোষ দিতে পারেন। আমরা দ্রুত কিছু উইকেট হারিয়েছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন