এক সময় মনে হচ্ছিলো ম্যাচটা আমরাই জিতবো: নাইব

মানবজমিন প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০০:০০

শেষ ওভারে মোহাম্মদ শামীর দুর্দন্ত হ্যাটট্রিকে ১১ রানের হার দেখে আফগানিস্তান। এমন হারে হাতশ হলেও দলের মন ভাঙেনি বলে জানিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা দুখিত, কারণ ভারতের মতো দলকে হারানোর সুযোগ পেয়েছিলাম। বিশ্বকাপের মতো বড় আসরে ভারতের সঙ্গে এমন পরফর্মেন্স, এটা আমাদের বড় অর্জন। কিন্তু তারা আমাদের কোন সুযোগ দেয়নি। আজ (শনিবার) আমরা একটা সুযোগ হারালাম। ভারতের মতো সেরা দলকে হারানোর সুযোগ হাতছাড়া করলাম।’ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নাইব বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল আমরা ভারতে হারিয়ে দিবে। ভারত আমরা প্রিয় দল, কোহলি আমার প্রিয় ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত আমরা সুযোগটা হাতছাড়া করলাম।’ভারতের বিপক্ষে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ৫২ রানের ইনিংস খেলেন। কিন্তু তাতেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেননি নবী। ম্যাচ শেষে নবীর প্রসংশা করে নাইব বলেন, ‘আজ (শনিবার) নবী তারা সামর্থ দেখিয়েছে। কেন সে আফগানিস্তানের সেরা ক্রিকেটার এবং বিশ্বেরও। আসলে আমাদের পরিকল্পনা ছিল আমরা ম্যাচের শেষ পর্যন্ত খেলবো। শেষের পাঁচ ওভার পর্যন্ত। নবী পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে।’টানা ছয় হারে কার্যত বিশ্বকাপ থেকে ছিঠকে গেছে আফগানিস্তান। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হার দেখে। পরে টানা ছয় ম্যাচে হার দেখে আফগানরা। এ নিয়ে নাইব বলেন, ‘আমাদের প্রথম চার ম্যাচে আমরা খুব বাজে ভাবে হেরেছি। পরে ইংল্যান্ড ও ভারতের সঙ্গে হারলাম।  তারা এবারের আসরে ফেবারিট। কিন্তু আমি মনে করে আমরা দিনে দিনে উন্নতি করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও