You have reached your daily news limit

Please log in to continue


মঙ্গলবার থেকে যাত্রী নামিয়ে বাস চলতে পারবে শাহবাজপুর সেতু দিয়ে

মঙ্গলবার থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুর সেতু দিয়ে বাস চলাচল করতে দেয়া হবে। জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন জানিয়েছেন যাত্রী নামিয়ে শুধু খালি বাস সেতুর ওপর দিয়ে চলতে পারবে। তবে মালবোঝাই ট্রাক বিকল্প সড়ক দিয়েই চলবে বলে জানান তিনি। পাশাপাশি তিতাস নদীতে ফেরী দিয়ে যান পারাপারের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। তবে এজন্যে প্রয়োজনীয় এপ্রোচ সড়ক ও ঘাট না থাকায় সহসা ফেরী চালু হচ্ছে না। ভাঙ্গা সেতু মেরামতের পাশাপাশি এপ্রোচ সড়ক ও ঘাট বানানোর কাজও করা হচ্ছে। এদিকে বিকল্প সড়ক পথে চলতে গিয়ে নানা দুর্ভোগের মধ্যে রয়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। যানজট সৃষ্টি হচ্ছে বিভিন্নস্থানে। তবে বিকল্প সড়কে পণ্যভর্তি ট্রাক চলাচল করতে পারছে না। মহাসড়কের ওপর অবস্থান করছে পণ্যবাহী শতশত ট্রাক। গত ৬ দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। গত ১৮ই জুন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর সেতুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এরপরই সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সব ধরণের ভারি ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ করে দেয় ঝুকিপূর্ণ এই সেতুর ওপর দিয়ে। সড়ক বিভাগ বিকল্প পথ হিসেবে চান্দুরা-আখাউড়া সড়ক দিয়ে কুমিল্লা-সিলেট এবং চট্টগ্রাম, সরাইল-নাসিরনগর হয়ে লাখাই এবং রতনপুর দিয়ে ঢাকা-সিলেট গন্তব্যের যানবাহন চলাচল করার নির্দেশনা দেয়। কিন্তু এসব পথে মহাসড়কের যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন