কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জাপার যৌথ সভা শুরু

জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও প্রেসিডিয়ামদের যৌথ সভা শুরু হয়েছে।  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ সভায় যোগ দিয়েছেন ২৯  নেতা। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ যৌথ সভা শুরু হয়। সিনিয়র নেতাদের মধ্যে সভায় যোগ দিয়েছেন সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু,  কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা ইসলাম। জাপার সংসদ সদস্যের মধ্যে আদেলুর রহমান আদেল, শামীম হায়দার পাটোয়ারী, রুস্তম আলী ফরাজী, শরীফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা উপস্থিত রয়েছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমা আক্তার, রওশন আরা মান্নানও যোগ দেন এ সভায়। তবে দেখা যায়নি দলের সিনিয়র কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নাসরিন জাহান রতœা, ফখরুল ইমাম ও সেলিম ওসমানের মতো সিনিয়র নেতাদের। জাপার প্রেসিডিয়ামের অনেক সদস্যকেই দেখা যায়নি এ যৌথ সভায়।  সভায় প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, লোটন শিকদার, শফিকুল ইসলাম সেন্টু, হাফিজ উদ্দিন, ইমরান হোসেন মিয়া, সোলায়মান আলম শেঠ, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মোস্তাফিজার রহমান মোস্তফা, আবদুস সাত্তার মিয়া, রেজাউল ইসলাম ভুঁইয়া, ফয়সাল আল মুনির, এম এ কাশেম, আজম খান, মাহমুদুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ দিদার বখতসহ ৫০ জন সিনিয়র ও তরুণ নেতা যোগ দিয়েছেন। জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পরে এটাই জাতীয় পার্টির প্রথম যৌথসভা। সভায় জাপার সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জাতীয় কাউন্সিল নিয়ে দায়িত্ব বন্টন নিয়ে সভায় আলোচনা হয়েছে। পার্টির উপ দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান তিনি বলেন, আট বিভাগে ৮ টি দল তৈরি করে তৃণমূলকে শক্তিশালী করতে করণীয় নিয়ে সভায় আলোচনা হয়েছে।  আগামী  ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ঢাকার মতিঝিলে ১০ টায় মতিঝিল জাতীয় পার্টির বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২৪ জুন ঢাকা ও ময়মনসিংহ, ২৫ জুন রংপুর ও রাজশাহী বিভাগ, ২৬ জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ২৭ জুন খুলনা ও বরিশাল বিভাগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন