![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/06/22/049285fdda411d9b775d5989c5f3401e-5d0db4d17399b.jpg?jadewits_media_id=1449418)
বয়স্কদের পছন্দ পিন ‘লক’
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১০:৪৯
এখনকার স্মার্টফোনে প্রায় সবাই লক সিস্টেম ব্যবহার করেন। পাসওয়ার্ড, পিন বা প্যাটার্ন এঁকে স্মার্টফোনের তথ্য বেহাত হওয়া ঠেকান। কিন্তু গবেষকেরা বলছেন, স্মার্টফোন লক করে রাখার এ পদ্ধতি আপনার বয়স সম্পর্কে অন্যদের ধারণা দিতে পারে। এ নিয়ে সম্প্রতি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার (ইউবিসি) গবেষকেরা একটি গবেষণা করেছেন।