হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
২২শে জুন হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৪ হাজার ৫৩৭ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ক্যাম্পেইন সফল করতে মাঠে কাজ করবেন প্রায় সাড়ে ৬ হাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবক। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী গতকাল তার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি আরো জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮৭৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৬৬০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সফল করতে ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের ৫২০ জন, ২১৫ জন সিএইচপি ও ৩ হাজার ৭৮৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ আশা করছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সুমন বশাক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.