গ্রামীণ অবহেলিত নারীদের আত্মকর্মসংস্থানে ‘নারী’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৮:১৮
কুড়িগ্রাম: গ্রামীণ প্রত্যন্ত এলাকার বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র কর্মহীন নারীদের মাধ্যমে পাটের আঁশ দিয়ে দৃষ্টিনন্দন ব্যবহার্য পণ্য উৎপাদন করে স্বাবলম্বী করে তুলছে ‘নারী’। গ্রামীণ অবহেলিত নারীদের সৃজনশীল হাতের ছোঁয়ায় পাটের আঁশ থেকে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শতরঞ্জি, কিচেন ম্যাট, ঝুড়ি, নানা ধরনের ব্যাগ, হাতপাখা, পাপোস, বালিশ কুশন, টেবিল ম্যাট, কার্পেট, সিকা, শো-পিস, গহনাসহ ঘর সাজানোর বিভিন্ন উপকরণ।