বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী রোমান সানা দেশে ফিরছেন আজ। নেদারল্যান্ডস থেকে সকাল সাড়ে ৮ টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন তিনি। এরপর দু’পুর ১২টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তাকে সংবর্ধনা দেয়া হবে।বাংলাদেশের প্রথম তীরন্দাজ হিসেবে সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করেছেন আরচার রোমান সানা। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত রিকার্ভ এককের সেমিফাইনাল নিশ্চিত করে টোকিও অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেন। কোনো ওয়াইল্ড কার্ড নয়, কোয়ালিফাই করেই বাংলাদেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে খেলবেন রোমান সানা। তবে কেবল অলিম্পিকে খেলার সুযোগই তৈরি করেন নি, বিশ্বকাপ আরচারির ব্রোঞ্জ পদক ম্যাচে ইতালির মাউরো নেসপলিকে ৭-১ সেটে হারিয়ে ব্রোঞ্জপদকও জিতে নেন রোমান সানা। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর কোট প্লেস অর্জন করে খেলেছিলেন। এবার সেই যোগ্যতা অর্জন করলেন তীরন্দাজ রোমান সানা।সকালে বিমান বন্দরে পা রাখার পর ফুল দিয়ে রোমান সানাকে শুভেচ্ছা জানাবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও আরচারি ফেডারেশনের কর্মকর্তারা। এরপর দুপুর ১২টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে জমকালো সংবর্ধনা দেয়া হবে রোমান সানাকে। কারণ ২০০৩ সালে বাংলাদেশে আরচারি ফেডারেশনের কর্মকাণ্ড শুরুর পর অলিম্পিকে কোটা প্লেস এবং বিশ্বকাপ আরচারিতে পদক জয়টাই সর্বোচ্চ অর্জন। আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘রোমান সানার এই অর্জন দেশবাসীর অর্জন। তাই আমরা তাকে জাকজমকপূর্ণ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.