৩০ বছর ধরে মসজিদে নববীর ক্যালিগ্রাফি করেন শফিক-উজ-জামান
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ২০:৫০
মসজিদে নববী মানে সবুজ গম্বুজের ছায়া। স্বর্গীয় সৌরভে মৌতাত আঙিনা। প্রিয়নবী (সা.) এর রওজা মুবারক। অনিন্দ্য সুন্দরের মায়ামাখা প্রাঙ্গন। পৃথিবীর কোটি কোটি মানুষ নিরন্তর স্বপ্ন দেখেন মসজিদে নববীর সান্যিধ্য-পরশে জীবন কাটানোর। কিন্তু এমন সৌভাগ্য কয়জনের জীবনে জুটে? তবে কেউ যদি মসজিদে নববীর গুরুত্বপূর্ণ কোনো কাজেই ৩০ বছর কাটান স্বর্গীয় এ পরিবেশে!? তাহলে নিশ্চয় ভাবতেই অবাক লাগে।
- ট্যাগ:
- ইসলাম
- ক্যালিগ্রাফি