আমিও স্বপ্ন দেখি বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে খেলবে -ডা. এজাজ

মানবজমিন প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০০:০০

চেম্বারে বসা, শুটিংসহ নানা ব্যস্ততার কারণে খেলা নিয়মিত দেখা হচ্ছে না। তবে খেলার খোঁজ-খবর রাখি। আমি নিজে একজন খেলাপাগল মানুষ।  বিশেষ করে ক্রিকেটের প্রতি আমার বিশেষ টান রয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে আজ আমরা খেলছি এটি আমাদের জন্য অনেক আনন্দের। একদিন আমাদের ক্রিকেট দলকে খুব ছোট ভাবা হতো। সেখানে আজ বাংলাদেশের ক্রিকেট টিমে বিশ্ব সেরা খেলোয়াড় আছে। বাংলাদেশ এবার শুরুতেই দারুণ চমক দেখিয়েছে। আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে জয়ের উদ্দীপনা কাজ করে। তারা ইতিহাসের অংশ হতে চায়। খেলায় জয়-পরাজয় থাকে। খেলাপ্রেমী যাদের মধ্যে সঠিক দেশপ্রেম থাকে তারা জয়ের আনন্দে মেতে ওঠে। আর পরাজয়েও ভালোবাসা নিয়ে দলকে সমর্থন করে যায়। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে- ক্রিকেটের মধ্য দিয়ে আমাদের অর্জন কম নয়। বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করা হয়। আজ ভারত-পাকিস্তানের খেলা। ক্রিকেট দুনিয়ায় এই দুটি দল কারো থেকে কেউ কম নয়। কে এগিয়ে থাকবে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে দুটি দলের খেলা উপভোগ করার চেষ্টা করবো। এদিকে সবার মতো আমিও স্বপ্ন দেখি বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে খেলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও