
ব্যান্ড বা লেখককে ৫৭ ধারায় গ্রেপ্তার করে কোনোদিন ইতিহাসের সত্যকে বন্দি করা যায় না
আমাদের সময়
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০০:০০
রাশেদ খান : কলেজে থাকতে একদিন বায়োলজি ক্লাসে প্রবেশ করে খালেকুজ্জামান স্যার বললেন, তোমরা সবাই বইয়ের সব পেজ পড়তে পারো ইচ্ছা করলে। কিন্তু ৫৬ নম্বর পেজটা পড়ার দরকার নেই। পরের দিন স্যার আবার ক্লাসে আসলেন, এসে জিজ্ঞেস করলেন আচ্ছা সৎসাহস নিয়ে বলো তো গতকাল বারণ করবার পরও কারা কারা বইয়ের ৫৬ নম্বর পেজটা খুলে পড়েছো? …
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- ৫৭ ধারা