![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/06/14/1d035d91ebc45bbc3f149a0eb151872e-5d0374da0c303.jpg?jadewits_media_id=1447312)
মার্কিন দূতাবাসে উড়ল না রেইনবো পতাকা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১৯:১২
সমকামী বা এলজিবিটি প্রাইড মাস উপলক্ষে সমকামীরা আমেরিকার দূতাবাসের ফ্ল্যাগ পোলে জুন মাসজুড়ে তাদের রংধনু পতাকা উড়ানোর আবেদন করেছিল ট্রাম্প প্রশাসনের কাছে। তবে প্রশাসন তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। কূটনীতিকেরা এনবিসি নিউজকে বলেন, ইসরায়েল, জার্মানি, ব্রাজিল ও লাটভিয়ার সমকামী গ্রুপ মার্কিন দূতাবাসে তাদের গর্বের পতাকা উড়ানোর জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছ থেকে অনুমতি চেয়েছিল। তাদের অনুরোধ...