কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দৈনিক সিলেট প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৩:০৩

দৈনিকসিলেটডটকম: সিলেটে বিজিবির হাতে জব্দ প্রায় ৫ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ২০১৭ হতে ০১ জুন ২০১৯ তারিখ পর্যন্ত এসব মাদবদ্রব্য জব্দ করা হয়। বুধবার (১২ জুন) সকাল ৯টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাস্কেটবল মাঠে মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্য হল- বিভিন্ন প্রকার ভারতীয় মদ ৩৬০৮৭ বোতল যার আনুমানিক মূল্য ৫৪১৩০৫০০ টাকা, বাংলা মদ ১৬৫৯ লিটার যার আনুমানিক মূল্য ৪৯৭৭০০ টাকা, বিভিন্ন প্রকার ভারতীয় বিয়ার ১৮১২ বোতল যার আনুমানিক মূল্য ৪৫৩০০০ টাকা, ফেন্সিডিল ২২৭২ বোতল যার আনুমানিক মূল্য ৯০৮৮০০ টাকা, ইয়াবা ট্যাবলেট ২৫৭ পিস যার আনুমানিক মূল্য ৭৭১০০ টাকা, গাঁজা ১০.৬০০ কেজি যার আনুমানিক মূল্য ৩৭১০০ টাকা ও ভারতীয় বিড়ি ৩৮৪০০০ পিছ যার আনুমানিক মূল্য ৫৫৯০০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ ইউসুফ জামিল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুনন্দা রায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার (চঃ দাঃ) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, সিলেট জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের উপ-পরিদর্শক মোঃ হুমায়ূন কবির, সিলেট পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর হারুন অর রশিদ পাঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও