ভারতের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার ‘সন্দেহজনক আচরণের’ একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে সন্দেহ জাগে ক্রিকেটভক্তদের মনে। তাহলে কি আবারো বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়ালো অস্ট্রেলিয়া? ভারতের বিপক্ষে ম্যাচ শেষে জাম্পার বারবার পকেটে হাত দেয়ার বিষয়টি খোলাশা করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমি ছবিটি দেখিনি। তবে আমি জানি সে (জাম্পা) হাত গরম করার জন্য বারবার পকেটে হাত দিচ্ছিল। তার পকেটে হাত উষ্ণ করার যন্ত্র ছিল। আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। কিন্তু আমি জানি জাম্পা প্রতি ম্যাচেই এই যন্ত্র নিয়ে মাঠে নামে।’ভারতের বিপক্ষে ম্যাচে নখদন্তহীন বোলিং করেন জাম্পা। ৬ ওভার বল করে ৫০ রান দেন ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার। গত মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে ১১ উইকেট পেয়েছিলেন জাম্পা। জাম্পার বোলিং নিয়ে ফিঞ্চ বলেন, ‘আমার মনে হয় জাম্পার শুরুটাই ভালো হয়নি। আর আপনি যখন বিশ্বমানের ব্যাটসম্যানদের সামনে বল করবেন, শুরুটা যদি ভালো না হয় তাহলে ফিরে আসা কঠিন হয়ে পড়ে।’ এদিন জাম্পা বোলিং করার সময় বারবার পকেটে হাত দিচ্ছিলেন। এবং পকেট থেকে হাত বের করে বল ঘষছিলেন। জাম্পার এমন আচরণ গত বছর দক্ষিণ আফ্রিকার ম্যাচের বল টেম্পারিংয়ের কথা স্মরণ করিয়ে দেয় দর্শকদের। সে ম্যাচে ক্যামেরন ব্যানক্রফট পকেটে শিরিষ কাগজ নিয়ে মাঠে নামেন। পরে টিভি ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে ব্যানক্রফট শিরিষ কাগজ দিয়ে ঘষে বলে আকৃতি নষ্ট করছেন। পরে ৯ মাসের নিষেধাজ্ঞা পান ব্যানক্রফট। আর ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে একবছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাসন কাটিয়ে এবারের ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ফেরেন ওয়ার্নার ও স্মিথ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.