জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে মিনিবাস চলাচল বন্ধ
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে সরাসরি মিনিবাস চলাচল না করায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন জনসাধারণ। গতকাল সকাল থেকে জগন্নাথপুর স্ট্যান্ড থেকে কোনো ধরনের যাত্রীবাহী বাস চলাচল করেনি। স্থানীয়রা জানান, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাফেরা বন্ধ করে দেয়া হয়। রোজার মধ্যে যাত্রীরা দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও গন্তব্য স্থানে যেতে পারেনি। অনেকে আবার অতিরিক্ত টাকা দিয়ে বিকল্প যানবাহন হিসেবে ছোট ছোট যানবাহনে যাতায়াত করছেন। উপজেলার কাতিয়া গ্রামের সুলতান মিয়া বলেন, সুনামগঞ্জ শহরে মামলার কাজে কোর্টে যাওয়ার জন্য সকালে বাসস্ট্যান্ডে আসি। প্রায় দুই ঘণ্টাধরে স্ট্যান্ডে বসে রয়েছি। স্ট্যান্ডে এসে যানতে পারলাম বাস চলবে না। পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে যানবাহন বন্ধ করে জনগণকে জিম্মি করে রেখে এটি কোন ধরনের আন্দোলন। জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পরিবহন শ্রমিক নেতা নিজামুল হক বলেন, বিআরটিসির বাস সুনামগঞ্জ-সিলেট সড়কে নামানোর প্রতিবাদে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহ্বান করায় আমরা বাস চলাচল বন্ধ করেছি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যানচলাচল বন্ধ
- সিলেট জেলা
- সুনামগঞ্জ