শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত, অনগ্রসর ও পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর মাঝে ঈদসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে ওই ঈদসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। এদিন ১৮ জন হিজড়ার মাঝে সেমাই, চিনি, দুধসহ নগদ ৫শ’ করে টাকা প্রদান করা হয়। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির হোসেন খোকন, আবু তাহের ও অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীসহ পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে একইদিন সকালে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব ও রক্ত সৈনিকের উদ্যোগে শহরের নিউমার্কেটে অর্ধশতাধিক অসহায় শিশু ও দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদসামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ পাঞ্জাবি, শাড়ি, শিশুদের জন্য শার্ট, ফ্রকসহ সেমাই, দুধ, চিনি ইত্যাদি। ওই সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল-আমিন রাজুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.