কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংগীতে যাত্রা শুরু প্রেরণার

মানবজমিন প্রকাশিত: ০২ জুন ২০১৯, ০০:০০

সংগীতে যাত্রা শুরু হলো গুণী গীতিকবি কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর মেয়ে প্রেরণার। ‘মন প্রজাপতি’ শিরোনামের গান দিয়ে ক্যারিয়ার শুরু করলো সে। গানটি লিখেছেন কবির বকুল। পুলক অধিকারীর সুরে এটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। সম্প্রতি রাজধানীর বাংলামটরস্থ একটি রেস্টুরেন্টে প্রেরণার এই গানেরপ্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রেরণাকে শুভাশীষ জানাতে এদিন এ অনুষ্ঠানে এসেছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, চিত্রনায়ক ওমর সানী, সংগীতশিল্পী রফিকুল আলম, কনা, এলিটা, পারভেজ,  গীতিকবি হাসান মতিউর রহমান, শহিদুল্লাহ্‌ ফরায়েজী, গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদসহ চলতি প্রজন্মের শিল্পীদের অনেকে। ‘মন প্রজাপ্রতি’ গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে প্রেরণার সঙ্গে মডেল হয়েছেন আসিফ ইমরান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দিনাত জাহান মুন্নী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও