পানির নিচে মাধবপুরের অর্ধশত গ্রাম
অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সবজি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মনতলা বাজারের ব্যবসায়ীরা পানিবন্দি হয়ে পড়েছে। আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের পুকুরের মাছ বানের পানিতে চলে গেছে। উজান থেকে পানি নেমে আসায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া ইউনিয়নে নিচু জায়গাগুলো বেশি প্লাবিত হয়েছে। আন্দিউড়া ইউনিয়নের ইউপি সদস্য তাপস দাস জানান, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে আন্দিউড়া ইউনিয়নের দিঘিরপাড়, কুটানিয়া, হরিশ্যামা গ্রামের সবজি ও ধান নষ্ট হয়েছে। অনেক পুকুরের মাছ পানিতে চলে গেছে। তার পুকুর থেকে প্রায় ৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে বলে তিনি জানিয়েছেন। আলাবক্সপুর, কমলানগর, সাতফাড়িয়া, বহরা, মনোহরপুর, কালিকাপুর, হরিনখোলা গ্রামে পানি প্রবেশ করেছে। এতে ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মাটির ঘরগুলো ভেঙে পড়েছে। আলাবক্সপুর গ্রামের কৃষক সামসুউদ্দিন জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে বৃষ্টি ও ঝড় শুরু হয়। অতি বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পানিতে তাদের আউশ ধান ও সবজির ব্যাপকি ক্ষতি হয়েছে। মাধবপুর উপজেলার সাতফাড়িয়া গ্রামের কৃষক মাঈনুল ইসলাম জুয়েল জানান, অতি বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানিতে তার শসা ও পেঁপে জমির ব্যাপক ক্ষতি হয়েছে। মনতলা বাজারের ব্যবসায়ী আপন ঘোষ জানান, শুক্রবার রাতের বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানিতে মনতলা বাজার প্লাবিত হয়েছে। ব্যবসায়ীরা পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বাসাতেও পানি উঠেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যা আরো বেড়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পানির নিচে বোরো
- হবিগঞ্জ