কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ায় আইএস সদস্য সন্দেহে বাংলাদেশিসহ আটক ৩

মালয়েশিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য সন্দেহে এক বাংলাদেশি, এক মালয়েশিয়ান ও এক ইন্দোনেশিয়ানকে আটক করা হয়েছে। দেশটির তিনটি অঙ্গরাজ্যে চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান আবদুল হামিদ বাদরের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জানান, মে মাসের ১৭ থেকে ৩০ তারিখের মধ্যে সেলানগর, কেদাহ ও সাবাহ অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে একজন মালয়েশিয়ান, একজন ইন্দোনেশিয়ান ও একজন বাংলাদেশিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ডিভিশন। এক বিবৃতিতে তিনি আটক হওয়া বাংলাদেশি সমপর্কে বলেন, তাকে ৩০শে মে কুয়ালা কেদাহ থেকে আটক করা হয়। তার বয়স ২৮। হামিদ বলেন, আটক হওয়া বাংলাদেশি একটি জাহাজে সহকারী মেকানিকের কাজ করতেন। তার কাছে বোমা তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ছিল। এই বোমা তৈরি করার প্রয়োজনীয় দক্ষতাও রয়েছে তার।আটক হওয়া মালয়েশিয়ানকে নিয়ে আইজিপি বলেন, ৪২ বছর বয়সী ওই সন্দেহভাজনকে ১৭ই মে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সেদিন তিনি আইএসের একটি শাখা সংগঠনে যুক্ত হওয়ার উদ্দেশ্যে মিশর যাওয়ার পরিকল্পনা করছিলেন। এরপর সেখান থেকে সিরিয়া যাওয়ার পরিকল্পনাও ছিল তার।তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে দুই বার আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন আটক ওই মালয়েশিয়ান। তিনি সালাফি জিহাদি শিক্ষার অন্ধ বিশ্বাসী। তার বিশ্বাস এতটাই প্রবল যে, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। তিনি মালয়েশিয়া সরকার ও অন্য কোনো ধর্মীয় সংস্থাকে স্বীকৃতি দিতে নারাজ। তার বিশ্বাস ছিল, জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী যেকোনো মুসলিমকে হত্যা করা ন্যায়সঙ্গত। আটক হওয়া ইন্দোনেশিয়ানকে নিয়ে পুলিশ প্রধান বলেন, ২০ বছর বয়সী এই তরুণকে গত ২৬শে মে সাবাহ থেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ইন্দোনেশিয়ায় আইএসের ব্যবস্থাপক ছিলেন। তার উদ্দেশ্য ছিল ফিলিপাইনে গিয়ে আত্মঘাতী হামলা চালানো। এর আগে ইন্দোনেশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে মালয়েশিয়ার সাবাহতে আসেন তিনি। এখান থেকেই ফিলিপাইনে যাওয়ার পরিকল্পনা ছিল তার। হামিদ জানান, পেশায় দিনমজুর ছিলেন আটক ইন্দোনেশিয়ান। তিনিও বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এ ছাড়া, দক্ষিণ ফিলিপাইনে জঙ্গি গোষ্ঠী মওতের কাছে অর্থও পাঠিয়েছেন পূর্বে। পুলিশ জানিয়েছে, তারা অপর এক ইন্দোনেশিয়ান সন্দেহভাজনকে খুঁজছে। তার নাম মারওয়ান। তিনি কেইংগাওতে চালানো এক অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন