কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দিয়েছে ডাকসু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আজীবন সদস্য পদ দেয়া হয়েছে। গতকাল ডাকসুর কার্য নির্বাহী পরিষদের এক সভায় এ সদস্য পদ দেয়া হয়। সভায় মেজরিটির রায়ের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে এ পদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। কিন্তু এতে আবারো অসম্মতি দিয়েছেন ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন। গতরাতে ভিপি নুর মানবজমিনকে বলেন, আসলে ডাকসুর গঠনতন্ত্রে আজীবন সদস্য পদ দেয়ার মতো কোনো বিষয় নেই। অন্যদিকে যে নির্বাচনে অনিয়ম নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী অভিযোগ করেছে, সেরকম একটা ডাকসু থেকে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্যপদ দেয়াটা অসম্মানজনক। যেটি আমি এর আগেও বলেছি। কিন্তু ছাত্রলীগ এটি দিয়েছে। এটি ডাকসুর সর্বসম্মত সিদ্ধান্ত না। এদিকে ডাকসুর সভা শেষে সংবাদ সম্মেলনে জিএস গোলাম রাব্বানী বলেন, সবার সম্মতিতে প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য পদ দেয়া হয়েছে। এ ছাড়াও তিনি সভায় গৃহীত অন্য সিদ্ধান্তগুলো পড়ে শোনান। সেগুলোর মধ্যে রয়েছে- সভা ২০১৯-২০ অর্থবছরে ডাকসুর বার্ষিক বাজেট সর্বমোট ১ কোটি ৮৯ লাখ টাকা অনুমোদন দিয়েছে। ২রা জানুয়ারি ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য পদ প্রদানের স্মারকপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় নিন্দা প্রস্তাব উত্থাপন করেন ডাকসুর সদস্য রাকিবুল হাসান রাকিব। পরবর্তীতে নির্বাহী সভায় এ প্রস্তাব এজেন্ডাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যবীমা চালু করতে যাবতীয় করণীয় পদক্ষেপ গ্রহণ করতে বিশ^বিদ্যালয় প্রশাসন উদ্যোগ নেবে বলে আশ^স্ত করেন ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ১১ই মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচন সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সভায় উপস্থাপন করা হয়। ক্যাম্পাসে গণপরিবহন ও রিকশা ভাড়া নির্ধারণে একটি পলিসি ডায়ালগ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন