কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোট গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ইসরাইলে পুনঃনির্বাচন

মানবজমিন প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০০:০০

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠন করতে জোট তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তাই ইসরাইলে নতুন করে আবার নির্বাচন হবে। এরই মধ্যে দেশটির এমপিরা পার্লামেন্ট বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছেন। ফলে নতুন করে আবার নির্বাচন হবে সেখানে। সেই নির্বাচন হবে আগামী ১৭ই সেপ্টেম্বর। ইসরাইলের ইতিহাসে এটাই প্রথম ঘটনা, যেখানে প্রধানমন্ত্রী হতে যাওয়া একজন নেতা জোট গঠনে ব্যর্থ হলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত মাসেই ইসরাইলে নির্বাচন হয়। তারপর ডানপন্থিদের সঙ্গে জোট গঠনের চেষ্টা করেন নেতানিয়াহু। কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন। এই অচলাবস্থার মূলে ছিল সেনাবাহিনীর একটি বিল, যার অধীনে প্রাচীন ইহুদি শিক্ষার্থীদের ছাড় দেয়ার কথা বলা হয়েছে। জোট গঠনের জন্য নেতানিয়াহুর সামনে বুধবার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত সময় ছিল। কিন্তু সেই সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরও নেতানিয়াহু জোট গঠন করতে পারেন নি। ফলে পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে ভোট পড়েছে ৭৪টি। বিপক্ষে ভোট পড়েছে ৪৫টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও