![](https://media.priyo.com/img/500x/http://mzamin.com/news_image/173990_Anim-03.jpg)
কাশ্মীরে আল-কায়দা নেতাকে হত্যা ভারতীয় সেনাদের
জঙ্গি সংগঠন আল-কায়দার একটি শাখা সংগঠনের নেতাকে হত্যা করেছে ভারতীয় সেনারা। শুক্রবার ভারতের কাশ্মীরে এ ঘটনা ঘটে। তাকে হত্যার পর থেকে সেখানে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।খবরে বলা হয়, নিহত ওই জঙ্গির নাম জাকির রাশিদ ভাট (২৫)। তাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা বৃহ¯পতিবার রাতে একটি বাড়িতে আটকে ফেলে। এরপর অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। অভিযানের বর্ননা দিয়ে এক কর্মকর্তা বলেন, আমরা যখন বাড়ির মধ্যে ধ্বংসাবশেষ সরাচ্ছিলাম তখন ওই সন্ত্রাসী পালানোর চেষ্টা করে। আমরা তখন গুলি করলে সে মারা যায়। তবে নিজের নাম জানাতে অস্বীকার করেন ওই কর্মকর্তা। গত চার দশক ধরে কাশ্মীরে স্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে কাশ্মিরীরা। তবে গত ফেব্রুয়ারিতে এক আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর এ অঞ্চলে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।