হু হু করে গ্রাহক হারাচ্ছে Airtel ও Vodafone, 94 লক্ষ নতুন গ্রাহক পেল Jio
এনডিটিভি (ভারত)
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৪:২৬
মার্চ মাসের শেষে Vodafone Idea -র মোট গ্রাহক সংখ্যা ছিল 39.48 কোটি। অন্যদিকে মার্চ মাসের শেষে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 32.51 কোটি। একই সময়ে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 30.67 কোটি।