![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/05/20/b360ddd31215794aa42aa1ef721fa67b-5ce2588e81a81.jpg?jadewits_media_id=1440755)
তিনি ছিন্নমূল শিশুদের ‘মা’
প্রথম আলো
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১৩:৩১
প্রতিবন্ধী এক কিশোর অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করছে, ‘মা, তুমি কেমন আছ?’ উত্তরে প্রায় ৭০ বছর বয়সী শ্বেতাঙ্গ মার্কিন নারী বাংলায় বলছেন, ‘ভালো আছি, তুমি কেমন আছ?’ ব্রিটিশ এই নারীর নাম প্যাট্রিসিয়া অ্যান ভিভিয়ান কার। তিনি ৩ সহস্রাধিক নাম-পরিচয়হীন ছিন্নমূল শিশু-কিশোরের ‘মা’।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- ছিন্নমূল শিশু
- গাজীপুর