আলোচনায় খোলামেলা মোনালিসা

মানবজমিন প্রকাশিত: ২০ মে ২০১৯, ০০:০০

বছর খানেক আগে ওয়েব সিরিজে উমা বৌদি হয়ে ব্যাপক সাড়া ফেলেন অভিনেত্রী স্বস্তিকা। কিন্তু সিজন-২ তে সেই জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীলেখার। সেই আশাতেই ছিলেন সবাই। হঠাৎই রাতারাতি ‘বৌদি’ বদল হয়। প্রোমো প্রকাশের পর থেকেই আলোড়ন ফেলে দেন নতুন বৌদি মোনালিসা। খুব অল্পদিনেই নজর কাড়েন এই বৌদি। কার্যত হার্টথ্রব হয়ে ওঠেন সমস্ত পুরুষদের। বিগ বস ১০-এ ছিলেন এই মোনালিসা। দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি। এদিকে সম্প্রতি একটি হিন্দি সিরিয়ালেও কাজ করছেন মোনালিসা, যা বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তা থেকেই বহু পুরুষই তাকে ফলো করেন। ফেসবুক কিংবা টুইটারে তার ফলোয়ারের সংখ্যা অগণিত। আর  সেখানে মোনালিসা মাঝেমধ্যে যা ছবি দেন তা শরীরে উষ্ণ¯্রােত বইয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এমনই ছবি দিয়েছেন মোনালিসা। যেখানে সুইমিং পুলের ধারে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। লাল রঙা খোলামেলা পোশাকে আরো আবেদনময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরালও হয়ে যায়। সব মিলিয়ে এ ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় মোনালিসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও