রোজার কাফফারা ও মহানবী (সা.)–এর মহানুভবতা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১১:৫৫
আল্লাহ তাআলা নেয়ামতস্বরূপ বান্দার জন্য রমজান মাসের রোজা ফরজ করেছেন। বান্দা তা সাগ্রহে পালন করেন। যেকোনো কারণে সময়মতো রোজা রাখতে না পারলে, তা কাজা আদায় করতে হয় এবং রোজা রেখে কোনো ওজর বা অসুবিধার কারণে ভেঙে ফেললে তা-ও পরে কাজা আদায় করতে হয়। কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা। কাজা রোজা যেকোনো সময় সুবিধামতো আদায় করা যায়, সব কাজা রোজা একত্রে আদায় করা জরুরি নয়।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- রোজার শিক্ষা