মাগফিরাত লাভের মাস রমাদান
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৮:২৯
ইনসান মানেই ভুলে যায় যে প্রথম মানুষই প্রথম ভুল করেছিলেন। ভুলত্রুটি, পাপতাপ, অন্যায়অবিচার, জুলুম ও যাবতীয় অপরাধ যিনি ক্ষমা ও মার্জনা করেন, তিনি হলেন গাফুরুর রহিম। আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি বিভিন্ন সময় তাঁর ক্ষমার কুদরতি হাত প্রসারিত করেন। বিশেষ করে পবিত্র মাহে রমাদানের মধ্য দশকে কোটি কোটি মানুষকে ক্ষমা করে দেন। এটি হচ্ছে রহমতের মাস, কোরআন নাজিলের মাস, ক্ষমার মাস, শবে...