কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদ উত্তাপ নেই বেনারসি পল্লীতে

মানবজমিন প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০০:০০

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। এই খুশির মাত্রা কয়েক গুণ বেড়ে যায় নতুন পোশাকে। সাধ ও সাধ্যের মিশেল ঘটিয়ে সবাই চেষ্টা করেন নতুন পোশাক কিনতে। প্রিয়জনকে উপহার দিতে। আর ঈদ বাজারে রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে মিরপুরের বেনারসি পল্লী। ক্রেতাদের পছন্দ আর দামের মধ্যে সামঞ্জস্য রেখে বিক্রেতারা এবার নিয়ে এসেছেন দেশীয় ঐতিহ্যেও নানা বাহারের শাড়ি। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন কিনছেন শাড়ি। বাজারে দেখা মেলে কাতান, গাদোয়াল, ইক্কত, তসর, মটকা, মেঘদূতসহ নানান রকমের শাড়ি। মূল্য ভেদে তা মিলছে ৮শ’ থেকে ৫০ হাজার টাকায়।  দেশীয় বাহারি শাড়ি যোগ করতে পেরে খুশি ক্রেতারা। তবে তারা বলছেন, যানজটের কারণে জমছে না এবারের ঈদ বাজার। মেট্রোরেলের কাজের জন্য লেগে থাকছে যানজট আর সেই সঙ্গে মাত্রাতিরিক্ত গরমের কারণেও জমছে না ঈদ বাজার বলে জানান একাধিক বিক্রেতা। তবে সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে