কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিচারাধীন মামলায় সংবাদ প্রকাশ নয় -সুপ্রিম কোর্ট

বিচারাধীন মামলার বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে ও কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন করছে। যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায় বিচারাধীন মামলার বিষয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।এদিকে, এ বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের অহ্বান জানিয়েছে আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। গতকাল এলআরএফ এর সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত এক বিবৃতিতে সুপ্রিমকোর্টের এমন বিজ্ঞপ্তি প্রদান করায়  সাংবাদিকরা ব্যাথিত ও মর্মাহত বলে উল্লেখ করা হয়।বিবৃতিতে বলা হয়, দীর্ঘ কয়েক দশক ধরে আদালতে কর্মরত সাংবাদিকরা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার শুনানিতে উপস্থিত থেকে প্রতিবেদন লিখে আসছেন। এর প্রেক্ষিতে দেশের মানুষ মামলার খুঁটিনাটি বিষয় জেনে আসছিল। এরমাধ্যমে বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রেখে আসছে গণমাধ্যম। গত ৯ এপ্রিল মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলআরএফ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বলেছিলেন, আদালতে যা দেখবেন তাই লিখবেন। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানীর স্বাক্ষরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করে এলআরএফ।  এছাড়া, বিচারাধীন (সাব-জুডিশ) বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবসময় এলআরএফ নিয়ম-নীতিমালা অনুসরণ করে আদালত রিপোর্টিং করে আসছে। এমতাবস্থায় এলআরএফ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন