কিশোরগঞ্জে সাগর হত্যার তিন আসামি কারাগারে
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর কিশোর সাগর হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ ওরফে হাছুসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের জামিন শেষে মঙ্গলবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে পাঠানো অন্য দুই আসামি হচ্ছে, সোহরাব মিয়া ও দুলাল মিয়া। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এর আগে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৈশাখী মেলায় মেয়েদের উত্যক্ত করাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১৬ই এপ্রিল রাতে শহরের গাইটাল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের রাস্তায় সাগর মিয়া (১২)কে সন্ত্রাসীরা দা. চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত মো. সাগর মিয়া শহরের হারুয়া সওদাগর পাড়ার বকুল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের মা আসমা আক্তার বাদী হয়ে শহরের হারুয়া এলাকার আবু হানিফ ওরফে হাছুকে প্রধান আসামি করে ১০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মোট ৮জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্যদিকে মামলার প্রধান আসামি আবু হানিফ ওরফে হাছু, সোহরাব মিয়া ও দুলাল মিয়া উচ্চ আদালত থেকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন শেষে মঙ্গলবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আসামী কারাগারে
- কিশোরগঞ্জ